ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

অনভিজ্ঞ ধনকুবের ডেভোসই ট্রাম্পের শিক্ষামন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৭ , ০৯:২৪ এএম


loading/img

সিনেটে দীর্ঘ যুক্তিতর্কের পর বেটসি ডেভোসকেই ট্রাম্পের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হলো। এ বিষয়ে কোন অভিজ্ঞতা না থাকার পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দেন।এ নিয়ে দ্বিমত তৈরি হয় সিনেটে। অবশেষে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের হস্তক্ষেপে ডেভোসের ‍নিয়োগ নিশ্চিত হয়।

বিজ্ঞাপন

আমেরিকার সংবিধান অনুযায়ী, সিনেটে কোন সিদ্ধান্ত চূড়ান্ত করার ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট তখনই মতামত দেন, যখন পক্ষে-বিপক্ষে ভোটের সংখ্যা সমান হয়। বেটসি ডেভোসের ক্ষেত্রে তেমনটই করতে হলো শেষ পর্যন্ত।

তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়ার ব্যাপারে পক্ষে-বিপক্ষে সমান ভোট পরেছে। অবশেষে সিনেটের প্রেসিডেন্ট মাইক পেন্স ডেভোসের পক্ষে মতামত দেন এবং এর মধ্যদিয়ে তাঁর নিয়োগ নিশ্চিত হয়ে যায়। আমেরিকার ইতিহাসে এবারই প্রথম কোন মন্ত্রীকে নিয়োগের জন্য ভাইস প্রেসিডেন্টকে ভোট দিতে হলো।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাবার পরে বেটসি ডেভোস টুইটে জানান, সিনেট প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞ এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রী হিসেবে আমাকে বেছে নেয়ায় সম্মানিত বোধ করছি। আসুন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা করি।

এফএস/ এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |